বাংলাদেশ যাতে আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল এ হত্যাযজ্ঞের মূল লক্ষ্য – এমপি মনোরঞ্জন শীল গোপাল

বাংলাদেশ

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি :- জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘১৪ ডিসেম্বর দেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন’। মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার ষৃণ্য ষড়যন্ত্রে নামে। তারা বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পরাজয়ের প্রতিশোধ নেয়। বাংলাদেশ যাতে আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল এ হত্যাযজ্ঞের মূল লক্ষ্য।’

১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীরগঞ্জে ‘বিজয় চত্বরে’ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন শেষে আলোচনা সভায় এমপি মনোরঞ্জন শীল গোপাল উপরোক্ত কথা বলেন। 

এসময় উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার মো. ইয়ামিন হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালীপদ রায়, বীরমুক্তিযোদ্ধা এস এম এ খালেক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু,উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারন সম্পাদক শামিম আলম ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.