মো: রাসেল মিয়া,মুরাদনগর কুমিল্লা,প্রতিনিধিঃ কুমিল্লা মুরাদনগর জাহাপুর ইউনিয়ন গাংগাটিয়া গ্রাম খোরশেদ আলম বাড়িতে সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম এস এস পি নামে একটি বাখরাবাদ ব্রাঞ্চ খুলে প্রায় অর্ধকোটি টাকার হাতিয়ে উধাও এ বিষয়ে গ্রাহক একটি বক্তব্য দেন নাম আলী আহাম্মদ গ্রাম আমপাল 30000 টাকা নিয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার বলেছেন যে 30 হাজার টাকা দিলে তিন লক্ষ টাকা পাবে প্রতি মাসে কিস্তি হিসেবে ৫০০০ টাকা প্রতি মাসে জমা দিতে হবে সোমবার আসার জন্য বলেছিল। এসে দেখি অফিস তালা তারপর জানাজানি হলে সব গ্রাহক এসে একসাথে জড়িত হয় সবাই বলে আমি তো টাকা দিয়েছি আজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় টাকা আদায়ের দাবিতে একসাথে জড়ো হয় অফিসের নাম্বার ০১৪০২১৪৪৩০৯ কয়েকবার ট্রাই করে ওই নাম্বার সুইচ অফ এব্যাপারে বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান ৪-৫ দিন মধ্যে কাগজপত্র বুঝিয়ে দেবে বলেছিলেন এর মধ্যে তারা গ্রাহকের টাকা পয়সা নিয়ে পালিয়েছে। ভুক্ত ভোগীরা মোঃ ফারুক হোসেন মোঃ জাকির হোসেন আলী আহমদ শাহ আলম নেহার আক্তার শিল্পী আক্তার সাজু মোসাম্মৎ হামিদা নাম না জানা আরো অন্যান্য গ্রাহক ৪-৫ দিনের মধ্যে অনেক গ্রাহক জোগাড় করে ফেলেন গ্রামগুলো হলো গাংগাটিয়া রানী মুহুরী বল্লবদি বুড়ারচর জাহাপুর আমপাল আরো অনেক গ্রাম এ ব্যাপারে জাহাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান একেএম শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান এস এস পি এনজিও সংস্থা এসেছে ওনার জানা নেই তবে বলেন যে আজ জানতে পেরেছি। কাল থেকে নাকি অফিস তালা অনেক গ্রাহক নাকি টাকা দিয়েছে। প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে । এখন তো জেনে আমার কিছু করার নেই তবে জনগণের প্রতি আমার একটি দাবি যেকোনো এনজিও আসুক না কেন কাগজপত্র দেখে যাচাই বাছাই করে টাকা-পয়সা লেনদেন করবেন।