মুরাদনগরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কুমিল্লা
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে  ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কর্যক্রম ২০২০ উপলক্ষে অবহিতকরণ সভা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাপক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রিয়াংকা আচার্যের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা ভাইস  চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম  লুনা, মহাখালী স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের প্রগ্রাম সুপারভাইজার নাদিম মাহমুদ,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কামরুল আহম্মেদ খান, উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিরাজুল ইসলাম মানিক,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান সামাদ মাঝি,  বনকুমার শিব, শাহজাহান বিএসসি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *