দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
সুস্থ্য বিনোদন গড়ে তুলি, অপসংস্কৃতি দূর করি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় লঞ্চঘাট লেকপাড় মধুমতি উন্মুক্ত বিনোদন মঞ্চে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই পরোপকারী (আসপ) এর সহযোগিতায় জেলার স্বনামধন্য মালেকা একাডেমি ও অনিবার্ণ স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিশু শিল্পী অর্থি বাড়ৈ, অধরা সরকার, বিশ্বজিৎ দাস সূর্য, নৃত্যশিল্পী সকাল সাহা সৃষ্টি, ক্ষুদে গানরাজ সাইফ সরদার, নৃত্য শিল্পী স¤্রাট সহ নগরী, রঙ্গলীলা, ফ্লাইওভার, প্রণয় এন্ড ফ্রেন্ডস ব্যান্ডের দল উক্ত অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যে অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে বাল্য বিবাহ বন্ধ করি, সুন্দর একটি সমাজ গড়ি, গোপালগঞ্জ আমাদের জেলা, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার এই শ্লোগানে সবাইকে কাজ করার জন্য এগিয়ে আসার আহবান জানান। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই পরোপকারী (আসপ)-এর সভাপতি শরিফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি.এম. সাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ পৌরসভার ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর খাজিদা বেগম, আসপ এর সাধারণ সম্পাদক মোঃ তশল ইমরান সুমন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য মিরাজুল ইসলাম, পলি খানম, রিয়াজ আফ্রিদি, মিনহাজ, আছিয়া, সবুজ শেখ প্রমূখ। অনুষ্ঠানটি বিপুল দর্শক সমাগমে প্রাণবন্ত হয়ে উঠে।