লিটন সরকার বাদল, পুলিশের সঙ্গে কাজ করি মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত দেশ গড়ি। এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ কমিউনিটি পুলিশিং ডে -২০১৯ উদযাপন করে।
২৬ অক্টোবর শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর নামকস্থানে দাউদকান্দি হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল- মামুন, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি, মোঃ রকিব উদ্দিন আহম্মেদ রকিব, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, গৌরীপুর মাইক্রো বাস মালিক সমিতির সভাপতি মোঃ শাহ জালাল, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা ইসলাম, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক লিটন সরকার বাদল , সাংবাদিক আলমগীর হোসেন, গৌরীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজান চৌধুরী সুমন,দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি ট্রাক্টর সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ সাদ্দাম হোসেনসহ দাউদকান্দি হাইওয়ে থানার সকল অফিসার ও উপজেলা কৃষক লীগের সভাপতি, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সদস্যবৃন্দসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা।
বর্ণাঢ্য র্যালিটি গৌরিপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাউদকান্দি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।