যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। হামলাকারীরা ভ্যান ও পোস্ট অফিসের ট্রাকে এসেছিল বলে ধারণা করছে পুলিশ।
আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলীয় শহর ওডেসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে গণমাধ্যম বলছে, আলাদা আলাদা গাড়িতে হামলাকারীরা আসেন। তারা ভ্যান ও পোস্ট অফিসের ট্রাক চালাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবগত হয়েছেন এবং তিনি এর নিন্দা জানিয়েছেন। এরমধ্যে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পার্মিয়ান বেসিন ক্যাম্পাস বন্ধ করে দেয়া হয়েছে। ওই অঞ্চল সংশ্লিষ্ট মহাসড়কে চলাচল না করার জন্য স্থানীয়দের অনুরোধ করেছে পুলিশ।
চলতি মাসে এটা টেক্সাসে দ্বিতীয় বন্দুক হামলা। এর আগে ৩ আগস্ট এক হামলায় ২২ জন নিহত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হত্যার ঘটনা ঘটে। প্রতি ভয়াবহ হত্যাকাণ্ডের পর অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। সমালোচনা হয় অস্ত্র আইন শিথিল করার পক্ষে কাজ করা সংগঠনগুলোর।