রাজুল ইসলাম দৈনিক আজকের মেঘনা দক্ষিণ সুরমা সিলেট প্রতিনিধি:
ভারতের আসামে নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত তালিকা বাদ পড়লেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ মানুষ। এতে তালিকাভুক্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় অনলাইনে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
সিলেট জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসকারীদের বিজিবির পক্ষ থেকে সতর্কতামূলক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী থানার এলাকাগুলোতে বিজিবির পাশাপাশি পুলিশও সতর্ক রয়েছে যেন তালিকায় বাদ পড়াদের কেউ বাংলাদেশে ঢুকতে না পারে।
সিলেটের ১৩টি উপজেলার মধ্যে সীমান্তবর্তী থানাগুলো হলো- জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাট।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভারতের আসামের তালিকা প্রকাশের বিষয়ে সিলেটের সীমান্তে তেমন কোনও প্রভাব পড়বে না। সীমান্ত দিয়ে অথবা চোরাই পথে বিএসএফ যেন তালিকা থেকে বাদ পড়াদের সীমান্ত দিয়ে পুশ-ইন করতে না পারে সেজন্য সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বিজিবির ১৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ হোসেন জানান, আসামের বিষয় মাথায় রেখেই বিজিবিকে সর্বোচ্চ সর্তক থাকার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত পথ কিংবা অন্য কোনও অবৈধ পথ দিয়ে যদি কোনও ভারতীয় নাগরিকদের পুশ-ইন করার চেষ্টা করা হয় তাহলে তা মোকাবিলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে বিজিবির।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, আসামের বিষয়টা নিয়ে সিলেটের সীমান্ত এলাকাগুলোতে প্রভাব পড়ার কথা নয়। তবুও কোনও কিছু হলে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেবে।