গোপালগঞ্জে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি, গোপালগঞ্জ শহরতলীর গোবরা নীলামাঠ গ্রামের কৃষক ইস্রাফিলকে মোল্লার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে নিহতের স্বজন ও গোবরা গ্রামের কয়েকশত নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কর্মসূচি পালন করেন। মানববন্ধনে নিহতের স্ত্রী তুলি বেগম ও মেয়ে লিমা বেগম অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের একমাত্র অভিভাবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ময়না তদন্ত রিপোর্ট অর্থের বিনিময়ে পাল্টে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।

প্রশংগত গত ৫ ফেব্রুয়ারি বিকেলে গোবরা নীলামাঠ গ্রামের প্রতিবেশী হাসান মোল্লার জমি অতিক্রম করে নিজেদের জমিতে কলই শাক তুলতে যায় ইস্রাফিলর ৮ বছরের মেয়ে। এ জন্য তাকে হাসান মোল্লা মারপিট করে। মেয়ের মারপিট ঠেকাতে গেলে রিশাদ মোল্লা ও ফয়সাল মোল্লাসহ কয়েকজন ইস্রাফিলকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় ইস্রাফিলকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৭ ফেব্রæয়ারি গোপালগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী তুলি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *