সাতক্ষীরায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদকব্যবসায়ী।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ আগস্ট) ভোরে সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে দু’দল মাদকব্যবসায়ীর মধ্যে গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে মনসুর শেখ নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।