ঢাকা গুলিস্তান থেকে মেঘনা লঞ্চ ঘাট ভায়া সোনারগাঁও এই রোডে চলে স্বদেশ পরিবহন এই বাস,, ঢাকা থেকে ফেরার পথে যাত্রীরা গুলিস্তান থেকে স্বদেশ পরিবহনের টিকেট করে মেঘনা লঞ্চ ঘাটের,, অথচ সোনারগাঁও এসে নামিয়ে দিয়ে বললো এই বাস যাবেনা পরের বাসে চলে যান পরের বাসেও এসে নিলনা এই অনিয়ম ও দুর্নীতির শেষ কোথায়,, বেশ কিছু সংখ্যক যাত্রীর সাথে কথা বলে জানতে পারি এরকম অনিয়ম এরা প্রায় সব সময় করে।