দৈনিক আজকের মেঘনা ডট কম
কুমিল্লার মেঘনা উপজেলায় রাস্তার মাঝে বিদ্যুতের খুটি থাকায় যানবাহন ও মানুষের চলাচল করতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। উপজেলার সেননগর বাজার থেকে দক্ষিণকান্দি সড়কের দড়িকান্দি জয়মঙ্গল এর বাড়ি সংলগ্ন রাস্তায় বিদ্যুতের খুটি থাকায় রিক্সা, ভ্যান সহ যান চলাচল করতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।
প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। উচ্চ আদালত এই সব খুটি সরানোর আদেশ দিলেও মেঘনা বিদ্যুৎ কর্তৃপক্ষের নজরেই আসেনা । এ রাস্তায় সোনার চর ,দক্ষিণ কান্দি ,চাউলা ঘাটা , দড়িকান্দি, সহ গোবিন্দপুর ইউনিয়ন এর জনসাধারণের গুরুত্বপূর্ণ রাস্তা কারন সেননগর বাজারে বা যে কোন জায়গায় যাতায়াত করতে হলে এই রাস্তা দিয়ে এসে বাজার থেকে গাড়ি করে অন্যত্র যেতে হয় ।এমতাবস্থায় মেঘনার বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকা বাসী জানান খুটিটি রাস্তা থেকে সরিয়ে সুবিধাজনক স্থানে নেওয়ার জন্য।