রমজানের ১৬ দিনে উলেস্নখযোগ্য অপরাধ নেই: ডিএমপি কমিশনার

ঢাকা বিভাগ
বুধবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া -যাযাদি

পুলিশি তৎপরতায় রমজানের এই ১৬ দিনে রাজধানীতে উলেস্নখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ঢাকা মহানগর পুলিশের রমনা ও মতিঝিল বিভাগ এ ঈদবস্ত্র বিতরণে অনুষ্ঠানের আয়োজন করে। ডিএমপি কমিশনার বলেন, রমজান ও ঈদকে ঘিরে নগরীজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যার ফলে এবার রমজানের ১৬ দিনে এখন পর্যন্ত উলেস্নখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি। ঈদ উপলক্ষে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালকেন্দ্রিক পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। উপস্থিত সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, মাদক আমাদের সন্তান, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করছে। মাদক ক্যান্সারের থেকে ভয়াবহ। এ মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনার চারপাশে লক্ষ রাখুন মাদকের সম্পর্কে কোনো তথ্য পেলে নির্ভয়ে পুলিশকে দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে।

আরো পড়ুনঃমেঘনা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ সম্পন্ন

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘প্রত্যেক ঈদ এলে এবং শীতে পুলিশ আপনাদের পাশে দাঁড়ায়। কারণ আমরা বিশ্বাস করি, পুলিশ জনগণের, আপনারা আমাদের অত্যন্ত আপনজন, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা-ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ কারও ওপর বল প্রয়োগ করে না, লাঠি ঘুরায় না, ক্ষমতার দাপট দেখায় না। ভালোবেসে সেবা দিয়ে পুলিশ সবার ভালোবাসা অর্জন করতে চায়। বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আশা করি ২০ বছর পর ঈদের কাপড় দেয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না’। ডিএমপির মতিঝিল বিভাগে পল্টন কমিউনিটি সেন্টারে ১৫০০ পিস ও রমনা বিভাগের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সামনে ১২০০ পিস ঈদবস্ত্র (শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক) বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, অতিরিক্তি কমিশনার কৃষ্ণ পদ রায়, যুগ্ম কমিশনার আব্দুল কুদ্দুস আমিন, রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার, মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।তথ্যসূত্র যায় যায় দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.