৩০ নভেম্বর, দুপুর থেকে বিকাল পর্যন্ত আসন্ন দাউদকান্দি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান
পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর নছরুদ্দী থেকে ৯ নং ওয়ার্ডের দৌলতদ্দী, ৭ নং ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়া, পৌর বাজারসহ বিভিন্ন গ্রামে গণ সংযোগ, লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে দোয়া চান।
খন্দকার শাহজাহান তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে দাউদকান্দি পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। পৌরসভার ব্যাকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থাপনা ও মদক, ইভটিজিং বাল্যবিবাহ নিরসনসহ বিভিন্ন সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, বক্তব্য রাখেন, পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা মোঃ ফকরুল সরকার, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সুমন, মাওলানা সাব্বির আহম্মেদ, জলিল মোল্লা, নাছির, কাইয়ূম, খন্দকার সোহেল, কাদির মেম্বার, মামুন শেখসহ আরও অনেক।