লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিন কালিকাপুর গ্রামে মঙ্গলবার কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ও লামচর ইউপি ছাত্রদল।
করোনা ভাইরাসে ৫ জন বর্গাচাষী ধান কাটতে শ্রমিক না পাওয়ার সংবাদে লামচর ইউপি বিএনপির সভাপতি মজিবুর রহমান মামুনের নির্দেশে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান মাসুদ,উপজেলা সহ-সাধারন সম্পাদক রাসেদ আলম,লামচর ইউপি ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন নিপু,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের একটি গ্রুপ ভোর থেকে ৫জন বর্গাচাষী কৃষকের ধান কেটে এবং মাড়াই করে ঘরে তুলে দেয়।
লামচর ইউপি বিএনপির সভাপতি মজিবুর রহমান মামুন বলেন,শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ছাত্রদলের নেতা- কর্মীরা দেশের যেই কোন র্দুসময়ে খেটে খাওয়া মানুষের কল্যানে এগিয়ে এসেছে। যেমনি এগিয়ে আসছে চলতি মহামারি করোনা ভাইরাসের সময় ত্রান নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে,দিচ্ছে কৃষকের ধান কেটে মাড়াই করে।