মোঃ সাদ্দাম হোসেন মুন্না স্টাফ রিপোর্টারঃ
বৈশ্বিক করোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিলক্ষিয়া ছাত্রলীগের নিজেস্ব অর্থায়নে ৬২ টি পরিবারের ত্রাণ বিতরনবকশীগঞ্জ সরকারী কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের ১৬-১৭ শিক্ষা বর্ষের আহবায়ক মোহাম্মদ আসাদ বলেনআমাদের নিজেস্ব কোন আয় নেইনিজের যতোটুকু সামর্থ আছে তাই নিয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করছি ছাত্রলীগ সব সময় সাধারণ মানুষের পাশে ছিলো ভবিষ্যৎ থাকবে আসাদ জনপ্রতিদের উদ্দেশ্যে বলেন আপনারা যারা নির্বাচনে বাড়ি বাড়ি ভোট চেয়েছেন এখন তাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজ নেন তারা কেমন আছে। সে সময় আরও উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাজ আলীউপজেলা প্রজন্ম লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহমুদ
উপজেলা ছাত্রলীগ তথ্য ও গবেষণা -বিষয়ক সম্পাদক রাকিব দেওয়ান ইউনিয়ন ছাত্রলীগ নেতা
এস এম আমিন ( সাদ্দাম) সোহাগ.রিপন. সোহেল. আল-আমিন. সজীব সফিকুল আতিকুর ইসলাম ( সোহেল ) আহসান হাবিব ( জুয়েল) আরিফ, রাসেল
সাজ্জাদ, ফুরকান বদরুল নয়ন