করোনা পরিস্থিতিতে পৃথিবীর সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫এ১, বাংলাদেশের লিও ক্লাব অব ঢাকা কিংস স্টারের উদ্যোগে টানা তৃতীয় বারের মতো নিম্ন-মধ্যবৃত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মাসুদ রানা মজুমদারের সার্বিক সহযোগিতায় আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় দুলালপুর-কাশিপুরের ৬০ টি পরিবারের মাঝে চাল,ডাল,তেল,আলু,পেয়াজ, লবণ, সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, লিও ক্লাব অব ঢাকা কিংস স্টারের চার্টার প্রেসিডেন্ট(২০১৮-২০) লিও মোঃ রাসেল আহমেদ, সদস্য লিও মোঃ নজরুল মিয়া, লিও রানা মিয়া, লিও হৃদয়,লিও রনি, লিও রামীম, লিও মুন্না,লিও নিহান,লিও বরকতউল্লাহ,লিও জিয়া, লিও তামিম প্রমুখ।এছাড়াও উক্ত লিও ক্লাব হট লাইন সেবা চাল করে। যার মাধ্যমে কেউ ফোন দিয়ে খাদ্য সংকটের কথা জানালে, ক্লাবের সদস্যরা নিজে গিয়ে বাড়িতে খাবার পৌছে দিচ্ছে।।এছাড়াও এ লিও ক্লাবের পক্ষ থেকে গত কিছুদিন আগে নিম্মবৃত্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায়- বাস স্টেশনে, ফ্রী মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। রাস্তা-ঘাট ও বাড়ি চারপাশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।