মেঘনায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর উদ্বোধন।

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেঘনা

মোঃ শহিদুজ্জামান রনি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুমিল্লা মেঘনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়। গতকাল ১৫ ই নভেম্বর “দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্টেশন মেঘনা এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সেলিম খান। তথ্যসেবা কর্মকর্তা মুক্তা আক্তার লাকি। বক্তারা মেঘনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর কার্যকরীতা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। এ সময় স্টেশন অফিসার মোঃ আব্দুল বারেক বলেন, মেঘনা উপজেলায় ইতিমধ্যে আমরা অনেক দুর্যোগ অতিক্রম করেছি এবং আগামীতে ইনশাআল্লাহ যেকোনো দুর্যোগে আমরা মেঘনা বাসীকে সাথে নিয়ে মোকাবেলা করব। কিন্তু রাস্তাগুলো খুবই ছোট থাকার কারণে আমরা রামপুর ও তুলাতুলি বাজার যেতে পারি না এই দুই রাস্তায় দুই ব্রিজ একটা ভাওরখোলা একটা তুলাতুলি, এগুলো পাশে অনেক ছোট আমাদের গাড়িটা ঢুকে না। রাস্তার মধ্যে গাছপালা অনেক ডালপালায় ভরে এজন্যে আমাদের চলাচলের অসুবিধা হয় মেঘনার বিভিন্ন জায়গায় রিজার্ভ টাংকি সহ পানির ব্যবস্থা ও রাস্তাঘাট প্রশস্ত করার জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান রাস্তাগুলা প্রশস্ত সহ ফায়ার সার্ভিসের যেকোনো অসুবিধায় সব ধরনের সুবিধা প্রদানে সম্মতি প্রধান করেন। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার এর সভাপতিত্বে, সাংবাদিক ও সাহিত্যিক আতিক রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার ডিফেন্স এন্ড সিভিল এর সাবেক ফায়ার ফাইটার সৌদি আরব প্রেসিডেন্ট এন্ড সিভিল এসোসিয়েশন ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন। সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান সহ উপজেলা প্রশাসন, পরিষদ, মেঘনা থানা এবং মেঘনা ফায়ার স্টেশন এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *