ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি ছুটির সময়েও সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসগুলো ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ. মু’মেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। তাই ব্যবসায়ীরা যেন এ সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন তাই সীমিত পরিসরে খোলা থাকবে সার্কেল অফিসগুলো।