করোনাভাইরাস মোকাবেলায় শঙ্কা নয়, দরকার সচেতনতা বাড়ির বাইরে না গিয়ে নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দুরত্ব এর মাধ্যমেই সম্ভব করোনা প্রতিরোধ। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গুপ এর সভাপতি শহর আওয়ামী লীগের সদস্য মোঃ জুলফিকার আলী স্বপন বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষ অনেকে কোয়ারান্টাইন, সামাজিক দূরত্ব ও স্যানিটাইজার ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানেন না। ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও জীবাণুনাশক স্প্রে করে নিজেরা সচেতন থাকলেই আমরা এ ভাইরাসের সংক্রমণ থেকে অনেকটা সচেতন থাকতে পারি। তাই পর্যায়ক্রমে রাজাপাড়া ঘাট গোবড়া পাড়া বাংগিবেচা হিরাহার মামুনের মোড় গোলাপবাঘ পাগলার মোড় সহ আশপাশের রামনগর মোড় সহও বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।