লিটন সরকার বাদল,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দাউদকান্দি মডেল থানার আয়োজনে ইউনিয়ন ভিত্তিক কাবাডি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় দাউদকান্দি উপজেলা ৪ টি ইউনিয়ন জয় পেয়েছেন।
১৫ মার্চ ২০২০ রবিবার বিকেলে, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কাবাডির টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের সভাপতি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। ইন্সপেক্টর তদন্ত হারুনুর রশীদের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন আহম্মেদ প্রধান, ইলিয়টগঞ্জ দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈনউদ্দীন চৌধুরী, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে-এ- আলম ভূইয়া, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
খেলায় দৌলতপুর ইউনিয়নকে হারিয়ে সুন্দলপুর ইউনিয়ন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নকে হারিয়ে গৌরীপুর ইউনিয়ন, পাঁচগাছিয়া ইউনিয়নকে হারিয়ে পদুয়া ইউনিয়ন এবং মালিগাও ইউনিয়নকে হারিয়ে ইলিয়টগঞ্জ দঃ ইউনিয়ন জয়লাভ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । সার্বিক সহযোগিতায় ছিলেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার রাফিকুল ইসলাম জামান ও স্টার কমিউনিকেশনের সিইও সফিউল বাশার সুমন।
ধ্যারাভাষ্যকারে ছিলেন, মোঃ কবির হোসেন ও মোঃ আলম।