৪টি মিষ্টি = ১টি মিষ্টির খালি প্যাকেট

বিনোদন

মিষ্টির প্যাকেটের ওজন বেশি হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪টি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ জরিমানা করেন। এ সময় ৪টি হোটেল থেকে ২০৪টি খালি  মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি খালি মিষ্টির প্যাকেটের ওজন ১৭৩ থেকে ১৭৭ গ্রাম। আর ৪টি মিষ্টির ওজনও প্রায় একই। প্রতিকেজিতে মিষ্টির প্যাকেটে ৪টি করে মিষ্টি কম দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতে শহরের ধানসিঁড়ি হোটেলকে ১০ হাজার টাকা, আল্লাহর দান হোটেলকে ৮ হাজার টাকা, রায় সুইটসকে ৮ হাজার টাকা ও মদিনা হোটেলকে ৫ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারা মোতাবেক অপরাধ করায় শহরের ৪টি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই ৪টি হোটেল থেকে ২০৪টি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবীর, থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্রে:- kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.