হোমনায় করোনা প্রতিরোধে বিনামূল্যে মাক্স বিতরণ।

বাংলাদেশ

হক সরকার হোমনা(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে গণ পাঠাগারের উদ্যোগে মুক্তিযোদ্দা, মসজিদের মোসল্লি, সিএনজি ও অটো রিকসা ড্রাইভা দের মাঝে বিনামূল্যে ৫০০ উন্নত মানের মাক্স বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ)দুপুরে হোমনা প্রেস ক্লাব প্রাঙ্গনে এ মাক্স বিতরণ করা হয় ।এতে গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবদুস সালাম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মুকবুল হোসেন মোল্লা, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সেক্রেটারী মনিরুজ্জামান মনিরসহ শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন ।
জানাগেছে কোভিড-১৯ যা নভেল করোনা ভাইরাস এশিয়ার বিভিন্ন দেশে আক্রমন করেছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। যার ছোঁয়া বাংলাদেশে তথা কুমিল্লার হোমনায় সংক্রামিত হতে পারে তাই করোনা ভাইরাস প্রতিরোধে গণ পাঠাগার এমন উদ্যোগ নিয়েছে।
হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন,এই বিষয়ে এখনি অতি আতংকিত কিংবা ভীতিগ্রস্ত হবার মত পরিস্থিতি তৈরি হয়নি। কারন এই ভাইরাসে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৯৪ জনই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আর ৫০ বছরের নিচে আক্রান্ত ব্যাক্তির মৃত্যুর সম্ভবনা মাত্র ০.০২%। যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের শতকরা ৯৮ ভাগ মানুষেরই বয়স ৮০ বছরের অধিক। তাই আতংকিত না হয়ে বরং করোনা প্রতিরোধে সচেতন হওয়াই এ সকলের মূল কর্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.