হারিয়ে যাওয়া ৯ ভরি ১৪ আনা স্বর্ণালংকার মেঘনা থানা পুলিশ কর্তৃক উদ্ধার।

কুমিল্লা জাতীয় মতামত মেঘনা

মোঃ ঠঙগতকাল০৮,০৫, রবিবার  দুপুর আনুমানিক  ২.৩০ ঘটিকার সময় মোসাঃ রিনা আক্তার (৩৫), স্বামী- মোঃ সাব মিয়া, সাং- দক্ষিণকান্দি, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা তাঁহার পিতার বাড়ি মেঘনাথানাধীন মহেশ খোলা হতে পারিবারিক অনুষ্ঠান শেষে অটোরিক্সা যোগে স্বামীর বাড়িতে যাওয়ার পথে তাঁহার একটি সাইড ব্যাগে রক্ষিত ০২ টি স্বর্ণের নেকলেস,০১ টি স্বর্ণের বেসলেট, ০৫টি স্বর্ণের চেইন, ০৪ জোড়া স্বর্ণের কানের দুল, ০৩টি স্বর্ণের নাকফুল, ০২ টি স্বর্ণের আংটিসহ সর্বমোট ৯ ভরি ১৪ আনা স্বর্ণালংকার, মূল্য অনুমান ৬ লাখ টাকা, ৩ ভরি রুপার অলংকার, মূল্য অনুমান ৫ হাজার টাকা, নগদ ২৮৭০/- টাকা, কৃষি ব্যাংক, মানিকারচর শাখার একটি চেকবই সহ আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাস্তায় হারিয়ে যায়। বর্ণিত ব্যক্তি এই সংক্রান্তে মেঘনা থানায় জিডি করলে তাৎক্ষণিক ব্যবস্হা গ্রহনের জন্য মেঘনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এসআই সালাউদ্দিনকে বর্ণিত মালামাল উদ্ধারের দায়িত্ব অর্পণ করেন। উক্ত ঘটনার ১ ঘন্টার মধ্যেই এসআই সালাউদ্দিন সঙ্গীয় কনস্টেবল আমিনুল ইসলাম সহ  হারানো স্বর্ণালংকার ও নগদ  টাকা উদ্ধার পূর্বক বর্ণিত ব্যক্তি মোসাঃ রিনা আক্তারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *