নিউজিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ চীনা পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
পুলিশ জানায়, বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটির রটোরুয়া অঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকবাহী বাসটি।
খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করা হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় তারা।
এক বিবৃতিতে চীনা দূতাবাস জানায়, বাসটির ২৫ যাত্রীর মধ্যে ২৩ জনই চীনের সিচুয়ান প্রদেশের নাগরিক।