পাঁচশো কেজি বোমার সফল পরীক্ষা চালালো ভারত

বিশ্ব সংবাদ

১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জবাবে পাঁচশো কেজি ওজনের একটি বোমার সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এর মধ্যেই নরেন্দ্র মোদির সঙ্গে ইমরান খানের আলোচনার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে পাকিস্তানিরা। তবে, সন্ত্রাসবাদকে সমর্থন দেয়া বন্ধ না করা পর্যন্ত ইসলামাবাদের সঙ্গে দিল্লি আলোচনার টেবিলে যাবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে পারমাণবিক বোমা বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। এর ঠিক একদিন পর শুক্রবার শক্রঘাঁটিতে আঘাত হানতে সক্ষম পাঁচশো কেজি ওজনের একটি বোমার সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

দেশ দুটির এমন পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যেও, নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সমস্যা নিয়ে আলোচনায় বসতে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন সেদেশের সাধারণ নাগরিকরা।

একজন বলেন, ‘দেশ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হওয়া দরকার। এ জন্য দুই নেতার অবশ্যই আলোচনায় বসতে হবে। ইমরান খান যে ইচ্ছা পোষন করেছেন তা পাকিস্তানের জন্যই ভালো।’

আরেক পাকিস্তানি বলেন, ‘আমি মনে করি দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইমরান খান আলোচনায় বসতে পারেন। কেননা এটাতে তিনি অবশ্যই সফল হবেন।’

তবে, ইমরান খান ও পাকিস্তানের নাগরিকরা মোদির সঙ্গে আলোচনার ব্যাপারে ইতিবাচক হলেও, আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন দেয়া বন্ধ না করা পর্যন্ত ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসবে না দিল্লি।

টানা দ্বিতীয় বারের মতো ক্ষমতায় আসায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নতির জন্য একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন ইমরান খান। উত্তরে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। একসঙ্গে কাজ করার এ আগ্রহ দুই দেশের চলমান উত্তেজনা নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সূত্র সময়টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *