দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা |
২৯ এপ্রিল ১৯ ইং, সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন। মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন,ওবায়দুল কাদেরের স্বাস্থ্য ও শারিরিক বিষয়ে খুজ খবর নেন। তিনি জানান, ওবায়দুল কাদের বর্তমানে প্রায় সুস্থ আছেন।
পরে ওবায়দুল কাদেরের সহধর্মিণী মিসেস ইশরাতুন্নেসা কাদেরের সাথে মতবিনিময় করেন। সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন প্রায় সকালে মর্নিং ওয়াকে তিনি হাঁটাহাঁটি করছেন। উল্লেখ্য, গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। পরে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।