দেশের অধিকাংশ এলাকায় বৈশ্বিক ভাইরাস নভেল করোনা কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন। যুক্ত হচ্ছে মৃত্যুর মিছিলে অনেকেই। ইতিমধ্যে নওগাঁর সাপাহার উপজেলাতেও সনাক্ত রোগীর সংখ্যা তিনজন। বর্তমানে চলমান পরিস্থিতি মোকাবেলায় সরকারি দিক নির্দেশনায় উপজেলা পর্যায়ে নেয়া হচ্ছে নানা প্রস্তুতি।
তারই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসন এর ব্যাবস্থাপনায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয় কোভিড -১৯ রোগীর সম্ভাব্য মৃত্যু পরবর্তী কাফন-দাফন ও সৎকার বিষয়ক ‘মক টেস্ট’ (মহড়া)।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ১৩ জন ইমাম, ৭ জন পুরোহিত ও ৩ জন নারী সেচ্ছাসেবকদের সরাসরি অংশ গ্রহনে “মক টেস্ট” পরিচলনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন।
এসময়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, কোভিড-১৯ ভাইরাসে সম্ভব্য মৃত ব্যাক্তিদের কাফন-দাফন ও সৎকারে নিয়োজিত থাকা সংশ্লিষ্টদের ঝুঁকি মুক্ত রাখতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই মক টেস্ট (মহড়া) চালানো হয়।