মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ সমাজকর্মী মোহাম্মদ সাহিদুল হক সোহেল রোটারী ক্লাব অব সিলেট সানসাইন’র প্রেসিডেণ্ট নমিনি নির্বাচিত হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) ক্লাবের এক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেট নগরীর পিৎজা এক্সপ্রেস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি গউস মঈন উদ্দীন হায়দার। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল হক সোহেল।
সভায় মোহাম্মদ সাহিদুল হক সোহেলকে ক্লাবের প্রেসিডেণ্ট নমিনি নির্বাচিত করে ২০২১-২২ সালের জন্য কমিটি গঠন করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সানসাইনের পিপি মো. আছাদুজ্জামান সায়েম, পিপি ফাহিম আহমদ চৌধুরী, পিপি এনামুল কুদ্দুস চৌধুরী, ওয়াসিম আহমদ চৌধুরী, পিপি মোহাম্মদ হানিফ, পিপি মো. হাফিজুর রহমান চৌধুরী রিয়াজ, আইপিপি হেলাল উদ্দিন আহমদ, প্রেসিডেণ্ট ইলেক্ট মো. আনোয়ারুল হক, আকমাদুল হক, কোষাধ্যক্ষ তপন কুমার রায়, সদস্য ইশতিয়াক উদ্দিন আহমদ, সেক্রেটারি ইলেক্ট মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।
এদিকে সমাজ উন্নয়নমূলক সংগঠন হক ফাউণ্ডেশন’র নির্বাহী পরিচালক, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সমাজকর্মী মোহাম্মদ সাহিদুল হক সোহেল রোটারী ক্লাব অব সিলেট সানসাইন’র প্রেসিডেণ্ট নমিনি নির্বাচিত হওয়ায় গহরপুর রাইটার্স ক্লাবের পক্ষ থেকে অভিন্দন জানানো হয়েছে। গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু ও সাধারণ সম্পাদক এসএম হেলাল এক বিবৃতিতে তার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।