লিটন সরকার বাদল, স্টাফ রির্পোটার:
৮ ফেব্রুয়ারি২০২০ শনিবার দাউদকান্দি উপজেলার বরকোটা গ্রামারে শ্রী শ্রী মা মঁনসা বাড়ির পক্ষ থেকে নিবেদিত প্রাণ ২০ জন ব্যক্তিকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, শ্রী শ্রী মা মঁনসা বাড়ি যুব সংঘ।
বিশ্ব শান্তি কল্পে ৪৮ পহর ৬ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে শ্রী শ্রী মা মঁনসা বাড়ির যুব সংঘের উদ্যোগে শ্রী শ্রী মা মঁনসা বাড়ির নিবেদিত প্রাণ ২০ জন ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান ও দিবা-রাত্রি প্রায় ১০ হাজার ভক্তদের সেবার আয়োজন করে।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, শ্রী মা মঁনসা বাড়ির নিবেদিত প্রাণ বিশিষ্ট ব্যবসায়ী লায়ন দিব্যেন্দু রায় (ভুলু বাবু),
বরকোটা শ্রী মা মঁনসা বাড়ির মন্দির কমিটির সভাপতি বাবু প্রভাষ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক বাবু শিশির কুমার দাস, বাঞ্ছারামপুর উপজেলা পারিষদের ভাইস চেয়ারম্যান ও বাঞ্ছারামপুর
পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য বাঞ্ছারামপুর শাখা সভাপতি তপন কুমার দাস,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোমনা উপজেলা শাখার সভাপতি লায়ন চন্দন লাল রায়, নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা সভাপতি
সাংবাদিক লিটন সরকার বাদল।
এসময় উপস্হিত ছিলেন,বাঞ্ছারামপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব পরিষদ সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস , সৃজন পোদ্দার, তুষার ঘোষ সম্রাট, নারায়ণ বণিকসহ অরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুব সংঘের সিনিয়ার সদস্য কাজল দাস।
প্রায় ১০ হাজার ভক্তদের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।