শিবচরে দুই হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ

করোনা ভাইরাস আতঙ্কে মাদারীপুরের শিবচরে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে স্থানীয় প্রশাসন। এতে খুশি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। এ সময় স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে শিবচরের ৪টি এলাকায় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এতে গৃহবন্দি হয়ে পড়েন দুই হাজার পরিবারের ৮০ হাজার সদস্য। এসব মানুষের মাঝে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করা হয়। দেয়া হয় চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। নির্দিষ্ট দূরুত্ব বজায় রেখে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এ ত্রাণ দেয়া হচ্ছে বলে জানান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

পুলিশ বলছে, হোম কোয়ারেন্টাইন মানতে বাড়িতে গিয়ে স্টিকার লাগাচ্ছেন তারা। করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় গত ৫ দিন পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রামকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এরপরই জনশূন্য হয় ওই এলাকাগুলো।

এদিকে দেশ ও পরিবারের স্বার্থে বিদেশ ফেরত প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন নিজ বাড়িতে একা থাকার পরামর্শ চিকিৎসকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *