১ এপ্রিল ২০২০ বুধবার, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় করোনা ভাইরাসের প্রভাবে ঘর বন্দি দুঃস্থ ও অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। উপজেলার গৌরিপুর বাজারে প্রায় শতাধিত কর্মহীন মানুষদের মধ্যে চাল ডাল, আলু, পেঁয়াজ ও মুড়ি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা ডাঃ মোঃ সফিকুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা সদর দক্ষিন শাখার সভাপতি মোঃ জোবায়ের ইসলাম মিয়াজী, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ্ আখন্দ ও চান্দিনা শাখার সভাপতি সৌরভ আহম্মেদ মাক্সুদ।
উল্লেখ্য বাংলাদেশের সবকয়টি জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছে।