যুক্তরাষ্ট্রে একদিনেই প্রাণহানি আড়াই হাজার

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৭ হাজার ১৫৪ জনে। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার এ তথ্য প্রকাশ করেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন মত্যু হয়েছে ২ হাজার ৫৩৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩২ হজার ১৬৫ জন।

করোনায় সবচেয়ে ভয়াবহ নিউইয়র্ক সিটিকে। এখন পর্যন্ত সেখানে সেখানে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। নিউইয়র্ক সিটির বাইরেও অনেক মৃতের ঘটনা ঘটছে। এছাড়া মিশিগান, ইলিনয়, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া থেকেও উল্লেখযোগ্য হারে মৃত্যুর ঘটনা ঘটছে।

করোনায় মৃতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মোট মৃত্যু ২২ হাজার ৭৪৫ ছাড়িয়েছে। এক লাখ ৭২ হাজার ৪৩৪ জন দিয়ে শনাক্তের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি।

২০ হাজারের বেশি প্রাণহানি ঘটে স্পেনে। আক্রান্তে দ্বিতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে আছে ফ্রান্স, ১৮ হাজার ৬৮১ ছাড়িয়েছে। সাড়ে ১৪ হাজার ৫৭৬ মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে যুক্তরাজ্য।

গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১,৮৩৮ জন; মৃত্যু হয়েছে ৭৫ জনের।

 

মৃত্যু  ভাইরাস করোনা লকডাউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *