যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা করোনা নিয়ে ভয়ঙ্কর বার্তা দিলেন

আন্তর্জাতিক

গত কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এক লাখের মধ্যেই করোনার মৃত্যু মিছিল থেমে যাবে!’ কিন্তু সেই কথা কতটুকু সত্যি হয়েছে চলুন একটু দেখে নেই।

অনেক আগেই আমেরিকায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গিয়ে দেড় লাখের গণ্ডিও পেরিয়েছে। শনিবার (৮ আগস্ট) একদল বিশেষজ্ঞ তাদের রিপোর্টে দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এভাবে বেপরোয়া পথে হাঁটেন তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশটিতে অন্তত তিন লক্ষ মানুষ প্রাণ হারাবেন!

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে।

‘ইন্সটিটিউট ফর হেল্‌থ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন’ (আইএইচএমই)-এর রিপোর্টে বলা হয়েছে, ‘ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৯৫ হাজার ১১ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।’

আইএইচএমই-র প্রধান ক্রিস্টোফার মুরি বলেন, ‘এই ধারণা যে সত্যি প্রমাণ হবে, সেটা নয়। তবে এ ক্ষেত্রে, মানুষের দৈনন্দিন ব্যবহারের উপরে করোনা সংক্রমণ নির্ভর করে। আর এই সংক্রমণ থেকে মৃত্যুর হার বেরিয়ে আসবে।’

সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৯৫ শতাংশ মানুষও যদি এখন মাস্ক পরেন, সেখানে মৃতের সংখ্যা কমে ২ লাখ ২৮ হাজার ২৭১ জনে দাঁড়াবে। অর্থাৎ ৯৫ শতাংশ মানুষ মাস্ক পরলে ৬৬ হাজার মানুষের জীবন বেঁচে যাবে।

শনিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ বলেছে, তারা অনুমান করছে ২৯ আগস্টের মধ্যে দেশে মৃতের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩১ জনে পৌঁছাবে।

তাদের সাইটে বলা হয়েছে, ‘সমস্ত প্রদেশের পরিস্থিতি বিশেষভাবে খতিয়ে দেখা গেছে, এখন প্রতি সপ্তাহে যা মৃত্যুহার আছে, তার থেকে আগামী চার সপ্তাহে আরো বেশি বাড়তে পারে হাওয়াই এবং পুয়ের্তো রিকোয় অঞ্চলে। এদিকে বলা হয়েছে সাপ্তাহিক মৃত্যুহার কমতে পারে ফ্লরিডা, মিসিসিপি, নিউ মেক্সিকো, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস, ওহায়ো, টেক্সাস, ভারমন্ট এবং ভার্জিন আইল্যান্ডে অঞ্চলে।’

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৬৪ হাজার ৯৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫০ লাখ ৯৫ হাজার ৫২৪ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সুত্র: আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.