যানবাহন চালকদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।

দাউদকান্দি উপজেলা বাংলাদেশ

দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটল সরকার বাদল,
১৭ অক্টোবর ১৯ ইং বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে যানবাহন চালকদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।

মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকরা কোনো প্রকার মাদক সেবন করে গাড়ি চালাচ্ছে কি না, তা ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার এ পদক্ষেপ নেয়া হয়েছে

 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লা আল- মামুন এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, চীন থেকে আমদানীকৃত অ্যালকোহল ডিটেক্টর যানবাহনের চালকদের মুখের ভিতর ধরার সঙ্গে সঙ্গে মাদক বা কোনো প্রকার অ্যালকোহল গ্রহণ করেছে কি না তা তাৎক্ষণিকভাবে এই যন্ত্রের মাধ্যমে জানা যাবে।

প্রথমদিন ঘন্টাব্যাপী মাদক সেবন পরীক্ষা চলাকালে কোন চালককের দেহে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। ফলে উপস্থিত জনতা তাদের করতালি দিয়ে অভিনন্দন জানান।

ওসি আরো বলেন, আমরা প্রতিদিনই এই কার্যক্রম অব্যাহত রাখবো।

এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *