মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার মোরারবাজারের দু’টি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপজেলা নির্বাহী অফিসার) দেবাংশু কুমার সিংহ। এসময় বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পদক্ষেপের অংশ হিসেবে বাজার তদারকি অব্যাহত রয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ জানিয়েছেন, করোনা ভাইরাসজনিত কারণে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশে আগত প্রবাসীদের ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে। পঁচা পিঁয়াজ সংরক্ষণ ও বিক্রি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির অপরাধে এ দুই ব্যবসায়ীকে অর্থদ- প্রদান করা হয়েছে। তিনি বলেন, বাজারে পণ্যের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করলে বা গুজব ছড়ালে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, করোনা ভাইরাস জনিত কারণে হোম কোয়ারেণ্টাইন সংক্রান্ত সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা ঘরে ঘরে গিয়ে তা মনিটরিং করা হচ্ছে।