মেঘনায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।

বাংলাদেশ

স্টাফ রিপোর্টার মেঘনা কুমিল্লা।।

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের নারী দিবস।
আজ ৮ই মার্চ রোববার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ জনাব মেজর জেনারেল (অব:) মোঃ সুবিদ আলী ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা ১ এর সহধর্মিনী, জনাবা মাহমুদা ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবিকা ও শিক্ষা অনুরাগী।
বিশেষ অতিথি জনাব মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার চেয়ারম্যান মেঘনা উপজেলা পরিষদ,মেঘনা,
জনাব আব্দুল মজিদ অফিসার ইনচার্জ, মেঘনা থানা, হালিমা রহমান, সভাপতি মেঘনা উপজেলা আওয়ামী মহিলা লীগ, প্রতিভা রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেঘনা এমদাদুল হক সহ আরো অনেকেই।
সভাপতিত্ব করেনঃ মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার রায়,
বাস্তবায়নে: উপজেলা মহিলা বিষয়ক অফিস মেঘনা কুমিল্লা।
১৯১০ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানার নারী শ্রমিকদের নারী আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রতি সম্মান জানাতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *