মেঘনায় স্কুলের তালা ভেঙ্গে চুরি ২,৩৮,০০০ হাজার টাকার মালামাল গায়েব।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নের তুলাতুলি বাজার নিকটস্থ টিটির চর গ্রামে আনছার আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে গত ০৫ ০৭ ২০২০ ইং দুপুর ২ ঘটিকা হইতে ০৬ ০৭ ২০২০ তারিখ ১২:১০ ঘটিকা এর মধ্যে কোন এক সময়, বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ভেঙ্গে দরজা খুলে ভিতরে অজ্ঞাত নামা চোর বা চোরেরা, অনাধিকার প্রবেশ করে বিদ্যালয়ের আলমারিতে থাকা একটি ল্যাপটপ, যাহার মূল্য ৫০,০০০ টাকা, দুইটি প্রজেক্টর যাহার মূল্য ৫০,০০০ টাকা, সোলার এর ব্যাটারি ৬টি যাহার মূল্য ৮১,০০০ টাকা, দুইটি সোলারের মেশিন যাহার মূল্য ৩২,০০০ টাকা একটি সেলাই মেশিন অনুমান মূল্য ৫০০০ টাকা ও আনুষঙ্গিক অন্যান্য মালামাল অনুমান ২০,০০০ টাকা, মোট ২,৩৮,০০০ টাকার মালামাল চুরি করিয়া নিয়ে যায়। এ ব্যাপারে আনছার আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গাজী দেলোয়ার হোসেন মাস্টার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেন, আনসার আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী দেলোয়ার হোসেন মাস্টার এর সাথে কথা বলে জানা যায়, পারভিন আক্তার (৩৩) নামক ১ স্কুলের স্টাফ প্রতিদিন উনি স্কুলের দেখাশোনা করেন, কিন্তু ০৬ ০৭ ২০২০ ইং তারিখে দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় প্রতিদিনের মতো স্কুল দেখাশুনা করতে গিয়ে দেখেন স্কুলের তালা ভাঙ্গা, তিনি সাথে সাথে আমাকে জানালে আমি ঘটনাস্থল মানে স্কুলে যাই, গিয়ে বিষয়টি দেখার পর স্কুলের ম্যানেজিং কমিটি সহ কয়েকজনকে অবহিত করে উপজেলা নির্বাহি অফিসার এর কাছে বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করি, আমি আশাবাদী বিষয়টি প্রশাসন ভালোভাবে খতিয়ে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *