কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি স্কুলছাত্রীর।মানিকার চর এলএল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী নিখোঁজের ঘটনায় মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
গত ২৩ জুন রোববার নানার বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়।মেঘনা থানার ওসি আবদুল মজিদ বলেন,এ ঘটনায় নিখোঁজ হওয়া ছাত্রীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।