মোঃ আলাউদ্দিন: কুমিল্লার মেঘনা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
সকাল ৯টায় কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে, সকাল ১১টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর নেতৃত্বে অপর গ্রুপ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, এম এম মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি দিলারা শিরিন, লিপি মেম্বার, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর শহিদুল ইসলাম, আবু ইউসুফ নয়নসহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতৃত্বের কোন্দলের কারণে এ ধরনের বিভক্তি প্রকাশ্যে এসেছে। তবে দুই পক্ষের কেউ এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য কোনো মন্তব্য করেনি।