মোঃ শহীদুজ্জামান রনি.মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা মেঘনায় ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ছাত্রদল সহ বিএনপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল মেঘনা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে নবগঠিত কমিটি প্রত্যাখান সহ কমিটি থেকে পদত্যাগ করে আটজন। এ সময় বক্তারা বলেন এই কমিটিতে, ছাত্রলীগের কমিটিতে টাকা অর্থ বিষয়ক সম্পাদক সজল মিয়ার ঠাই হলেও ঠাই হয়নি ছাত্র ছাত্রদলের ত্যাগী কর্মীদের। গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের কমিটিতে নেওয়া হবে না বলে ত্যাগি অনেক নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে কিন্তু এই কমিটিতে বিবাহিত আছে এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক নিজেও বিবাহিত। কমিটিতে সিনিয়র জুনিয়র মানা হয়নি বাদ পড়েছে অনেক ত্যাগী কর্মী। এখন দলের ক্লান্তিলগ্নে এই কমিটি সম্পূর্ণভাবে অযোগ্য এবং এটা একটা পকেট কমিটি। টাকা বাণিজ্যের মাধ্যমে এই কমিটি দেওয়া হয়েছে। এদিকে ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য (ছাত্রলীগ কর্মী) সজল মিয়ার সাথে কথা বললে জানান আমি কোনদিনও ছাত্রলীগের কোন পোস্টে ছিলাম না এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, সাংগঠনিক নিয়ম মেনে কমিটি দেওয়া হয়েছে। কমিটি থেকে পদত্যাগ করেছেন যে আটজন। ১. আশিকুল ইসলাম, ২. সাইফুল ইসলাম, ৩. খাইরুল ইসলাম, ৪. আলী আকবর, ৫. মাহবুব হাসান (সজীব), ৬. মোঃ রনি, ৭. আল ইমরান, ৮. ইয়াসিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ মাজারুল ইসলাম। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম কানন, সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী প্রমুখ।