মেঘনায় ‘কোম্পানি’ আতঙ্কে সাধারণ মানুষ ঘর বাড়ি করতে পারছেনা নিজ ভুমিতে

কুমিল্লা মেঘনা

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় ‘কোম্পানি’ আতঙ্কে সাধারণ মানুষ ঘর বাড়ি করতে পারছেনা নিজ ভুমিতে, বিভিন্ন কোম্পানিকে জায়গা কিনে দেওয়ার জন্য কন্ট্রাক্ট নিয়েছে এলাকার কিছু প্রভাবশালী দালাল চক্র, নিজ জমিতে বালু ভরাট বা ঘরবাড়ি তুলতে গেলে বাধা দিচ্ছে এনিয়ে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ। সরেজমিনে জানা যায় পাশের উপজেলা গজারিয়ার হানিফ -মনসুর নামে দুই ব্যক্তি। কোম্পানির নাম করে জমি কিনছেন। তবে কোন কোম্পানি তা বলছেনা। এলাকার বাসিন্দারা বাড়ি ঘর বানানোর জন্য নিজ ভুমিতে বালু ভরাট করতে গিয়ে বিভিন্ন বাধা পোহাতে হচ্ছে। কেউ কেউ অভিযোগ তুলছেন স্থানীয় পুলিশ প্রশাসনের দিকে। এমন ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নেের মোহাম্মদ পুর গ্রামে। ভুক্তভোগী ফুল মিয়ার ছেলে আকবর বাদশা। সে বল রামপুর মৌজা ৯ শতক জমির ক্রয় সূত্রে মালিক। একই দাগে কোম্পানি ৭শতক জায়গা ক্রয় করে। কিন্তু ভুক্তভোগী আকবর বাদশার জায়গা রাস্তার সাথে হওয়া কোম্পানি ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জোর পূর্বক দখলের চেষ্টা করছে। এমনই অভিযোগ করেছে গ্রামবাসী সহ ভুক্তভোগী। এলাকাবাসী জানায় গজারিয়ার আনারপুরে হানিফ ও মনসুর এই জায়গা নিয়ে নানা চক্রান্ত করছেন,এলাকাবাসী এমন কোম্পানি গুলোকে বসতবাড়ি আশপাশে জমি ক্রয় করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানায়। এলাকাবাসী বলে কোম্পানি জায়গা ক্রয়ের নামে স্থানীয় কিছু নেতাদের হাত করে যার ফলে নেতারা জমির মালিকদের হুমকিধামকি দিয়ে নানা ভয়ভীতি দেখায়, কোম্পানি আতঙ্কে দিনাতিপাত করছে আকবর বাদশাসহ ঐ এলাকার বাসিন্দারা। উপায় খুঁজে না পেয়ে আহাজারি করছে। প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *