মু.আশরাফ কামালের শ্রেষ্ট কবিতা “রত্নগর্ভা মা”

কুমিল্লা
রত্নগর্ভা মা
মু.আশরাফ কামাল।

রত্নগর্ভা তুমি মা জননী,
তোমার কোলে জন্ম নিল
মেঘনার স্থপতি পূর্ণিমা,
ধন্য ধন্য তুমি এমন ছেলের জন্য মা।।

যেদিন জন্ম নিল তোমার ঘরে
শফিক নামের এই ছেলে,
সেদিন হতেই মেঘনা নামটির
সৃষ্টি হল প্রাণ খুলে।
মেঘনার উৎপত্তি হয়ে বাজায় বিজয় দামামা।
ধন্য ধন্য তুমি এমন ছেলের জন্য মা।।

তোমার ছেলে মেঘনার বুকে
বড় হলে ধীরে ধীরে,
মেঘনার যত উন্নয়ন হয় তারই হাতটি ধরে।
দূর করে সকল আঁধার জাগায় স্নিগ্ধ পূর্ণিমা।
ধন্য ধন্য তুমি এমন ছেলের জন্য মা।।

তোমার মত মায়ের ঘরেই জন্মে এমন ছেলে,
এ বাংলারে করে ধন্য স্নিগ্ধতা কোমলে,
মেঘনাবাসির হাজার সালাম তুমি রত্নগর্ভা মা
ধন্য ধন্য তুমি এমন ছেলের জন্য মা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *