মুরাদনগরে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

‘‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন।

৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

উপজেলা স্কাউটস সম্পাদক ও কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের সালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহাম্মেদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, পল্লী স য় ব্যাংকের শাখা ব্যাপস্থাপক আফজালের রহমান, ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান। এছাড়াও মেলায় বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনীয় প্রজেক্ট নিয়ে ১২টি স্টল অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *