মুজিববর্ষ হলো জনগণের বর্ষ: সেলিমা মেরী এমপি

তিতাস উপজেলা

মোঃ বিল্লাল মোল্লা (তিতাস)ঃ কুমিল্লার তিতাস উপজেলায় কুমিল্লা-২( তিতাস-হোমনা) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী বলেছেন মুজিবর্ষ হলো জনগণের বর্ষ। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা।

আজ ১০জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ষ পরিকল্পনা প্রস্তুত করেছেন। পরিকল্পনা গুলি হচ্ছে শিক্ষিত বেকারদের ডেটাবেইজ করে তাদের দক্ষতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ওয়ার্ড পর্যায়ে ফুটবল টিম গঠনের মাধ্যমে যুব সমাজকে অবক্ষয় থেকে দূরে রেখে ক্রীড়ার সাথে সম্পৃক্ত করা, দোরারোগ্য ব্যধির চিকিৎসা সেবা স্থানীয় পর্যায়ে চালু করা,যেমন ডায়ালোসিস,ক্যামেথেরাপি ইত্যাদি এবং গৃহীনদের বাসস্থান নিশ্চিত করা।

আজ শুক্রবার সন্ধায় তিতাস উপজেলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেলিমা আহমাদ মেরী এমপি তার বর্ষ পরিকল্পনা জানান।

এর আগে তিনি পরিষদ চত্তরে দুই উপজেলার নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স দেখেন। শান্তির নীড় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার, সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া খানম, ওসি সৈয়দ আহসানুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী,কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজী নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মো. মহসিন আলী,ইউপি চেয়ারম্যান মো. নুর নবী,তিতাস উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক ওমর ফারুক,শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান মুন্সি, উপজেলা ছাত্র লীগ সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *