খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রাঘাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। রবিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার আমতলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রামশিরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামশিরা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বেগম (৫৫) ও ছেলে মো. আব্দুল মোমেন (২২)। নিহত আব্দুল মোমেন খাগড়াছড়ি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, রবিবার শেষ রাতে সাহারী খাওয়ার পর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। টিনের চালের মাটির ঘরে হঠাত্ বজ্রাঘাতে মা ও ছেলে সংজ্ঞাহীন হয়ে পড়ে। রবিবার সকাল সাতটার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দায়িত্বরত চিকিত্সক মা ও ছেলে দুজনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই সময় বজ্রাঘাতে উপজেলার খেদাছড়া গ্রামের সোলাইমান মিয়ার স্ত্রী রাজিয়া বেগম (৪০) আহত হয়েছেন। এ সময় বজ্রাঘাতে তাদের একটি গাভীও মারা যায়। আহত রাজিয়া বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছেন।সূত্রে:- ইত্তেফাক