১৯৭১ এর ১৬ ডিসেম্বর এর আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে বাঙালি নারী-পুরুষ সাড়া দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন।দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর আজকের এই দিনে বিজয়ের স্বাদ আস্বাদন করেন বাঙালি জাতি। স্বাধীন সার্বভৌমিক বাংলাদেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করে বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় বাঙালি জাতি এই দিনটিকে জাতীয় দিবস ও বিজয় দিবস হিসেবে উদযাপন করে আসছে।
আজ বুধবার ১৬ ডিসেম্বর সারা দেশের ন্যায় দাউদকান্দিতে মহান বিজয় দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।উপজেলার বিশ্বরোডে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আ.লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মু্ক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও ১ নং সদর উত্তর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল রানা। নোমান সরকার,সাবেক ছাত্র নেতা মো. মোশাররফ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক ওলিউল্লাহ ফকির, সানিহাসান, সালাউদ্দিন সরকার ও জিহাদ সরকারসহ আরো অনেকে।