দাউদকান্দিতে মু্ক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সিমিন চৌধুরীর পুষ্পস্তবক অপর্ণে শ্রদ্ধা নিবেদন

দাউদকান্দি উপজেলা

দাউদকান্দি উপজেলা  পৌরসভার মু্ক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক পৌর মেয়র মরহুম শাহ আলম চৌধুরীর মেয়ে তাসলিমা সিমিন চৌধুরী।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি বলেন,বিজয় আমাদের আত্ম পরিচয় তুলে ধরার সুযোগ করে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর হাত ধরে এ দেশের স্বাধীনতা এসেছে। তার ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি ঝাপিয়ে পরেছিলো দেশ মাতৃকার টানে, দীর্ঘ ৯ মাস অনেক ত্যাগ, রক্ত ও আআত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি মহান বিজয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না,তিনি এ দেশের মহানায়ক বাংলার স্থপতি, এ মহা নায়ক এর হাত ধরেই আজকের বাংলাদেশ বলা যায়। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ,বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।

মেয়র প্রার্থী তাসলিমা চৌধুরী সিমিন বলেন,স্বাধীনতা মানেই অবাধ উন্নয়ন।আর উন্নয়ন মানেই বঙ্গকন্যা শেখ হাসিনা।তার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ভাসছে।তিনি তার দক্ষ নেতৃত্বগুণে আজ বিশ্ববরেণ্য নেত্রী।তার তুলনা তিনি নিজেই। তিনি আমাদেরকে স্বনির্ভর হতে শিখিয়েছেন।

তাসলিমা চৌধুরী সিমিন আজ ১৬ ডিসেম্বর বুধবার উপজেলার বিশ্বরোডে মু্ক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন।এসময় সাথে ছিলেন তরুণ রাজনৈতিক ব্যক্তি রোমান রাজীব চৌধুরী,যুবলীগ নেতা শাহেদ হোসাইন, বাপ্পি সাহা, আবুল হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *