ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৬নং পদ্মামনসা গ্রামের আদারী বাড়ির মৃত নুরুল ইসলাম মেম্বারের ছোট ছেলে মোঃ রিয়াজ ইসলাম একটি কাঁচা তরকারি খামার নির্মান করেছেন।
এ বছরের শুরুতেই ১৫ ঘন্ডা জমিতে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে এ খামার নির্মান করেন।বাজারে ভালো দামে বিক্রি করার জন্য নিরলস কঠোরভাবে পরিশ্রম করে তারকারি বাজার জাত করার জন্য ব্যবস্থা করেন।
তার খামারে রয়েছে, ভিবিন্ন জাতের কাঁচা তরকারি উন্নতমানের শসা,করোল্লা,লোটন,রেহা,টমেটো ও বেগুন সহ আরো অন্যান্য তরকারি।
হঠাৎ বিশ্বে করোনা ভাইরাসের মহামাড়িতে দেশের যাতায়াত ব্যাবস্থা বন্ধ থাকায় কম মুল্যে তারকারি বিক্রি করে অনেক টাকা লোকসানে রয়েছেন খামারের মালিক রিয়াজ হাওলাদার।