কৃষি গবেষকদের বয়স বৃদ্ধি-প্রণোদনা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

নিবিড় গবেষণার স্বার্থে কৃষি গবেষকদের বয়সসীমা বৃদ্ধি ও প্রণোদনা দিতে চায় সরকার। মানসম্মত কৃষি উৎপাদন বাড়াতে আরও বেশি গবেষণা প্রয়োজন। স্থাপন করতে হবে আঞ্চলিক গবেষণাগার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরই কৃষি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যার কারণে ১৯৯৮ সালে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়ন জাতির পিতা শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর-সেটি বঙ্গবন্ধু উপলব্ধি করতেন বলে তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *