ভোলার বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে হামলা” থানায় মামলা” আটক-১

বরিশাল বিভাগ ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালাল পুর গ্রামের ৬ নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধে হামলায় সাইফুল চৌধুরীর ছেলে সবুর চৌধুরী (৫০), সবুর চৌধুরীর ছেলে শাজাহান চৌধুরী (২২), আপনান চৌধুরী (১৯) ও হোসেনের স্ত্রী  বিবি কুলসুম (৩৫) কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে তাদের প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। তাদের প্রতিপক্ষ একই এলাকার আকিব উল্যা চৌধুরীর ছেলে বাহালুল চৌধুরী (৫০), ইব্রাহীমের ছেলে হাছিব (২০), শাহে আলম বাদশার ছেলে হালিম (৩০), সুলতান আহমেদের ছেলে শাহেআলম বাদশা (৬০), আবুল কালামের ছেলে আলামীন (৩০), আলমগীর (৩৫), রুবেল (৩০), বজলে রহমানের ছেলে  নুরুন্নবী চৌধুরী  (৬০), নুরুন্নবী চৌধুরীর ছেলে সাদ্দাম হোসেন (৩২), নুর মোহাম্মদের ছেলে আইয়ুব আলী (৫৫) , মহাসিন (৩৬), জহুর আহমেদের ছেলে জাহের (৪৩), জাহেরের ছেলে ইমাম (২২), লুতফর রহমানের ছেলে মঞ্জু (৩৫), মজিবল হকের ছেলে জামাল (৩০) ও কামাল (৩৫) হামলা চালিয়ে তাদেরকে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। স্থানীয় লোক তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এসময় হামলা কারীদের মধ্যে হাছিব নামের একজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। আহত সবুর চৌধুরী বলেন, আমাদের প্রতিপক্ষ বাহালুল চৌধুরীর সাথে দির্ঘ দিন যাবৎ আমাদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান আছে। বৃহস্পতিবার সকালে বাহালুল চৌধুরী দেশীয় অস্ত্রসহ সন্ত্রসী বাহিনি নিয়ে আমাদের জমি জোর পূবর্ক দখল করতে আসে। আমরা সেখানে বাধাদেই। এসময় বাহালুল চৌধুরীসহ তার সন্ত্রাসী বাহিনি দিয়ে আমাদেরকে বগি দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ৯৯৯ কল করলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। এসময় বাহালুল চৌধুরীর সন্ত্রাসী বাহিনির হাছিব নামের একজনকে দা সহ আটক করে পুলিশ। বাহালুল চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে বিরোধে হামলা হয়েছে। এতে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়েছে। এটা আমি কামনা করি নাই। এটা দুঃখ জনক ঘটনা। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বি.পি.এম. বলেন, থানায় মামলা হয়েছে। আসামী একজন আটক আছে। বাকি আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *